কোচবিহারের তুফানগঞ্জের দক্ষিণ ধলপল এলাকায় রবিবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফাঁকা বাড়িতে ঢুকে ২৩ বছর বয়সী মঙ্গলি অধিকারী লায়েককে খুনের অভিযোগ উঠেছে। রাত প্রায় ৯টার সময় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলির স্বামী সুকান্ত রায় দিনমজুরির কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন মঙ্গলি। হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখেন ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মঙ্গলি। খবর দেওয়া হয় থানায়, পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এমজেএন মেডিক্যাল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য।
মৃতার শ্বশুর নিশিকান্ত রায় বলেন, “চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আমার পুত্রবধূ। তখন বাড়িতে একাই ছিল।”
তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কারনিধারা মনোজ কুমার জানিয়েছেন, খুনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
