পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বিজেপির কাউন্সিলর এবং এক নেতার হাতাহাতি ঘিরে তীব্র বিতর্ক। শনিবার শহরের দলীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা। অভিযুক্ত কাউন্সিলর মমতা দাস (৩১ নম্বর ওয়ার্ড), যিনি প্রকাশ্যে নেতা অশোক সিংহকে জুতো দিয়ে মারেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
অশোক সিংহের দাবি, এক স্থানীয় দোকানদারের কাছ থেকে ১০ হাজার টাকা তোলার চেষ্টা করেছিলেন মমতা। তিনি এর প্রতিবাদ করতেই কাউন্সিলর তাঁকে জুতো মারেন। অশোক হুঁশিয়ারি দিয়েছেন, থানায় অভিযোগ করবেন এবং দলের নেতৃত্বের কাছে বিষয়টি জানাবেন।
পাল্টা মমতা দাসের বক্তব্য, অশোক আগে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ও গায়ে হাত তোলেন। তিনি বলেন, “প্রয়োজনে আবারও মারব। অশোক কোনও দলেরই লোক নয়, সমাজবিরোধী।”
ঘটনায় স্বাভাবিকভাবেই চাপে জেলা বিজেপি। দলের জেলা নেতা অরূপ দাস জানিয়েছেন, বিষয়টি লজ্জাজনক, ভিডিও যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা কটাক্ষ করেছেন, “এটাই বিজেপির সংস্কৃতি।”
