ষষ্ঠী ও সপ্তমীতে প্রতিমা দর্শনে বাধা হয়নি। আকাশ ছিল ঝলমলে, বৃষ্টির দাপটও ছিল না। অষ্টমীতেও কলকাতায় তেমন কোনও বড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে দিনে দিনে রোদ ঝলমল করবে। কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও তা উৎসবের আনন্দ ম্লান করবে না।
দক্ষিণবঙ্গ: অষ্টমীতে অস্বস্তির সঙ্গী আর্দ্রতা
অষ্টমীতে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ঘনিয়ে থাকবে।
নিম্নচাপের ভ্রুকুটি: নবমী থেকে বদলাবে আবহাওয়ার রঙ
অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপে রূপ নেবে। এর ফলে নবমী থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
- দশমীতে প্রবল বৃষ্টি: কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
- কমলা সতর্কতা: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা।
- শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি: দশমীর পর শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে রবিবার থেকে বৃষ্টি কমতে পারে।
উত্তরবঙ্গ: দুর্যোগের ছায়া দীর্ঘায়িত
অষ্টমীতে দার্জিলিং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। নবমীতে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে। দশমীতে বৃষ্টি বাড়বে, একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে।
- পার্বত্য জেলাগুলিতে বিপদের ইঙ্গিত: দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় দুর্যোগের সম্ভাবনা প্রবল।
- ভারি বৃষ্টি: মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
অষ্টমীর দিনও কলকাতার আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে। প্রতিমা দর্শনে খুব বেশি সমস্যা হবে না। তবে নবমী থেকে দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ জুড়ে ঘনাবে মেঘ, বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। দশমীতে প্রবল বর্ষণে বিপর্যস্ত হতে পারে একাধিক জেলা। উৎসবের আনন্দ বজায় রাখলেও সতর্কতা ও প্রস্তুতি জরুরি হয়ে উঠছে।
