জলমগ্ন কলকাতায় একাধিক মানুষের বিদ্যুৎস্পর্শে মৃত্যুর ঘটনায় ‘আক্ষেপ’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের দাবি, শুক্রবার সকালে নিউটাউনের এক হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মোকাবিলায় ‘প্রচলিত আচরণবিধি’ (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) অনুসরণ করে না। এ কারণেই এত প্রাণহানির ঘটনা ঘটেছে।
শাহের বক্তব্য অনুযায়ী, দিল্লি, মুম্বই বা চেন্নাইয়ের মতো মহানগর জলমগ্ন হলে সর্বপ্রথম বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম আছে। এটি এনডিআরএফ নির্ধারিত একটি মানদণ্ড। কিন্তু কলকাতায় সেই নিয়ম মানা হয়নি বলেই দুর্ঘটনা ঘটেছে।
রাজ্য বিজেপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, এবার বিদ্যুৎস্পর্শে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে শাহ বলেন, মুম্বইয়ে জোয়ারের সমস্যা আরও গুরুতর হলেও সেখানে এই ধরনের প্রাণহানি ঘটে না, কারণ তারা নিয়ম মেনে কাজ করে।
প্রসঙ্গত, সোমবার রাতের ভারী বর্ষণে কলকাতা ডুবে গেলে মঙ্গলবার সকাল থেকেই বিদ্যুৎস্পর্শে একের পর এক মৃত্যুর ঘটনা রাজ্য সরকারকে চাপে ফেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির জন্য দায়ী করেছিলেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-কে। তবে বিরোধীরা প্রশ্ন তোলে সরকার ও পুরসভার দায়িত্বশীলতা নিয়েই।
