আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নপূরণের অঙ্গীকার করেন।
শাহ বলেন, “আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর বাংলায় এমন সরকার আসুক, যারা সোনার বাংলা নির্মাণ করবে। কবিগুরু যে বাংলার কল্পনা করেছিলেন, আমরা যেন সেই বাংলা গড়তে পারি।”
একইসঙ্গে তিনি সাম্প্রতিক দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শাহের মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন। তিনি বলেন, “বাংলার পাওনা ২ লক্ষ কোটি টাকা এখনও কেন্দ্র ছাড়েনি। আগে সেই টাকা দিন, তারপর বাংলার উন্নয়নের কথা বলুন। যদি মনে করেন আমরা ভুল বলছি, তবে অমিত শাহ কোনও প্রকাশ্য বিতর্কে আসুন।”
দুর্যোগ পরিস্থিতি নিয়েও তিনি বলেন, “চার ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হলে যে কোনও শহরেই সমস্যা হয়। কিন্তু এখন দেখুন, শহর স্বাভাবিক। যদি সত্যিই কলকাতা ডুবে থাকত, তবে কি শাহ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারতেন?”
দুর্গাপুজো উদ্বোধনের আগে নিউ টাউনের একটি হোটেলে রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন শাহ। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারসহ অন্যরা।
বৈঠকে নির্বাচনী কৌশল, সংগঠন ও প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিজেপি সূত্রে খবর, একাধিক বিষয় দেখভালের জন্য আলাদা আলাদা দল গঠন করা হয়েছে।
শাহ শুক্রবার সকাল থেকেই পুজোর উদ্বোধনীতে অংশ নেন। প্রথমে যান সন্তোষ মিত্র স্কোয়্যারে, পরে কালীঘাট মন্দিরে পূজা দেন। সেখান থেকে ইজেডসিসি-তে আরেকটি পুজোর উদ্বোধন করে বিকেলে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। এদিনই তাঁর পরবর্তী গন্তব্য ছিল বিহার।


সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited