কলকাতায় রাতভর প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
যে কোনও দুর্যোগজনিত সমস্যায় রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যোগাযোগ করা যাবে এই কন্ট্রোল রুমে। যোগাযোগ নম্বরগুলো হলো—
📞 (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫
📞 টোল ফ্রি নম্বর: ৮৬৯৭৯৮১০৭০, ১০৭০
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাধারণ মানুষকে অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। কলকাতা ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন এলাকায় জল জমার সতর্কতা জারি করেছে।
বৃষ্টির ফলে অনেক রাস্তা জলমগ্ন হয়ে যানজট তৈরি হয়েছে, কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ। বহু গাড়ি, বাইক ও বাস জলের মধ্যে আটকে পড়েছে। নীচু এলাকার বহু বাড়িতেও জল ঢুকে পড়েছে, খাবার জলের অভাব দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দ্রুত সহযোগিতা নিশ্চিত করতেই নবান্নের এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
