এ বার দুর্গাপুজোয় মণ্ডপে জমা হওয়া বর্জ্য ফেলে দেওয়া হবে না— বরং তা থেকে তৈরি হবে জ্বালানি! টালা প্রত্যয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা নিয়ে আসছে এক অভিনব পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম।
এই প্রযুক্তির মাধ্যমে মণ্ডপ সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ করে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় পরিণত করা হবে। তৈরি হওয়া কাঠকয়লা কাজে লাগবে তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট কারখানা ও বিভিন্ন শিল্পক্ষেত্রে।
প্রথম পর্যায়ে পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) এই প্রক্রিয়া শুরু হবে। সফল হলে শহরের হাইওয়ে-সংলগ্ন বিভিন্ন জায়গায়ও এই যন্ত্র বসানো হবে।
যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা— বর্জ্য আলাদা করে পরিবহণ করতে হবে না। যেখানে যন্ত্র বসানো হবে, সেখানেই বর্জ্য প্রক্রিয়াকরণ করে সরাসরি কাঠকয়লা তৈরি হবে। এতে সময়, খরচ এবং দূষণ— তিনই কমবে।
ফিরহাদ হাকিম বলেন, “আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। সফল হলে এর ব্যবহার আরও বিস্তৃত হবে।” অভিনব এই উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান টালা প্রত্যয়কে।
