শারদোৎসব শেষে পার্ক বন্ধ থাকার কারণে স্থানীয়দের অসুবিধা কমছে না। ভোরে প্রবীণদের হাঁটাহাঁটি, শিশুদের খেলা কিংবা সাধারণ বসার স্থান সব কিছুই মণ্ডপের বাঁশের কাঠামোর কারণে ব্যবহার করা যায়নি। এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল কলকাতা পুরসভা।
পুরসভা জানিয়েছে, দুর্গাপুজোর জন্য ব্যবহৃত পার্কগুলো বিজয়া দশমীর পর সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে সাধারণ জনগণের জন্য পুনরায় খোলা হবে। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানিয়েছেন, যারা সময়মতো পার্ক খালি করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। প্রয়োজনে পুরসভা নিজেই কাঠামো সরিয়ে নেবে এবং খরচ বহন করতে হবে আয়োজকদের।
উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি পার্ক এবং দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, খিদিরপুর ২৫ পল্লী, সন্তোষ মিত্র স্কোয়্যার, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক— এই সব পার্কে অতীতে মণ্ডপের কাঠামো দীর্ঘদিন থেকে থাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হয়েছিল।
পুরসভা বলেছে, দুর্গাপূজা শেষ হতেই পার্কগুলো দ্রুত পুনরুদ্ধার করা হবে, যাতে স্থানীয়রা নির্বিঘ্নে পার্ক ব্যবহার করতে পারে।
