রাতারগুল
সবুজ নৈস্বর্গের নাম,
জলের গভীর বুকের ভেতর লুকানো
স্বপ্নের এক গোপন বাগান।
যেখানে বৃক্ষরা ডুবে থেকেও বাঁচে,
আর জলের আয়নায় আকাশ ভেসে আসে,
যেন প্রেমিকের চোখে নেমে আসে
অপরূপ স্বপ্নের আলো।
এখানে প্রতিটি ঢেউ
প্রেমের মতোই অসীম,
নিঃশব্দতার ভেতরও শোনা যায়
অদৃশ্য বীণার সুর,
যা মানুষকে টেনে নেয়
অন্তহীন ভালোবাসার দিকে।
রাতারগুল
তুমি এক মায়াবী প্রেয়সী,
জল আর অরণ্যের মিলনে জন্ম নেওয়া
এক শাশ্বত আলিঙ্গন।
যেখানে পৃথিবী শেখায়,
প্রকৃতিই সবচেয়ে অনন্ত প্রেমিকা,
আর মানুষ তার কেবল
হৃদয়ের যাত্রী।
যতদিন পৃথিবী টিকে থাকবে,
তুমি বেঁচে থাকবে অক্ষয় সুরে
মানুষের কানে,
মানুষের মনে,
মানুষের প্রেমে।
