নেত্রকোনা প্রতিনিধি :
নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হয়েছেন নেত্রকোনার শাম্মি খান।
মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় এ বছরের মাদার তেরেসা অ্যাওয়ার্ড।
শাম্মি বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক ও নেত্রকোনা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাম্মি খানকে এ পুরস্কার প্রদান করেন এডিশনাল ডিআইজি সরদার তমিজউদ্দীন আহমেদ বিপিএম।
এ সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাম্মি বুটিকসের কর্মকর্তা-কর্মচারী, নেত্রকোনা সাহিত্য সংসদের সদস্য এবং তার এলাকার সাধারণ মানুষ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শাম্মি খান বলেন, “পুরস্কার প্রাপ্তি সবসময় আনন্দ ও গর্বের। মাদার তেরেসা অ্যাওয়ার্ড আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। আমি একজন নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। সকলের দোয়া ও শুভকামনা কামনা প্রত্যাশা করছি।”
