শ্রমিক মানে রক্তে লেখা গান,
ঘামে ভেজা রুটির সুবাসে জন্ম নেয় জীবন।
তাদের হাতে গড়া প্রতিটি ইট,
প্রতিটি সেতু, প্রতিটি শহর
তবু কেনো তারা বঞ্চিত?
আমরা বলি
অন্যায় সহ্য হবে না আর,
ন্যায্য পারিশ্রমিক চাই,
মর্যাদা চাই,
মানুষের মতো বাঁচার অধিকার চাই!
আইন যদি সময়োপযোগী না হয়,
তবে সে আইন অমানবিক,
মানুষের শ্রমকে অস্বীকার করে।
ভৌগোলিক সীমানা পেরিয়ে
শ্রমিকের রক্ত একই রঙে জ্বলে ওঠে,
একই স্লোগানে দুনিয়া কাঁপে
“শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার,
শ্রমিকের রক্ত আর যাবে না হার!”
কর্মফল চাই ন্যায়ের পাল্লায়,
হাজারভাগ কর্তব্য চাই পালন করতে,
শ্রমিকের ঘামে যে সভ্যতা দাঁড়িয়ে,
সে সভ্যতা যেন কৃতজ্ঞতায় মাথা নত করে।
শ্রমিকের সম্মান মানেই মানবতার বিজয়,
অন্যায় ভাঙবে, ন্যায় জিতবে
আর পৃথিবী হবে একদিন
শ্রমের আলোয় সমতার স্বর্গ।
