জুয়েল রানা
নির্ঘুম রাত বুলিহীন বাকে কল্পনার গান্ধার
নিস্তেজ ক্ষণে জাগিছে এই মনে তারুণ্যের পাথার
আবেগের বেশে ঘুমেরও যেন ভাসা-ভাসা-চাহনি
দিব্যকর্ণে বারংবার শুধু গোলকে সুধায় অন্তকাহিনী।
সেই সুরের বেশে মন আঁকে উতলা রহস্যের জট
ফিরে চায় অতীতের হৃদয়ঙ্গম করা সুরে,
উত্তরকোনে থাকা বক্রিম গাছে একটি পাখার ঋাপটানিতে
অচেতন হয়ে আত্মাকে গিলে হুতাশন তার মুখ
ঋিম ধরা মাথা,অবশ তার দেহ,মনে হাহাকার!
হতাশার আভায় গর্জে ওঠছে যেন তার বুক।
এইতো!কতক দিন আগেও সে ছিল স্বপ্নবিলাসী
স্বপ্নের সাতরঞ্জ খেলায়,জীবনস্রোতে বাজিয়েছিল বাশি
দোল খাওয়া কাশফুলে,বেলি ফুলের সুগন্ধে রটেছিল ভাবি-জ্যোতি
তবে কেইবা তার অদৃষ্টে আকিল সুখের ইতি।
তাই সকলের তরে মোর একটাই বুলি
জীবনতো শুধু একটাই,
তাই সুখের আশায় কেউ করিওনা লোভ
বিপরীত হলে জুটিবে দুর্দশা আর দুর্ভোগ।
মোঃজুয়েল রানা
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
JAGANNATH UNIVERSITY










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited