হে জন্ম ভূমি প্রিয় নেত্রকোনা
তোমার পথে হাঁটলেই মনে হয়—
শিশির ভেজা ভোরের গন্ধে
আমার জন্মকথা লেখা আছে।
তোমার নদী, তোমার মাঠ,
ধানের শীষে দুলে ওঠা বাতাস
আমাকে শিখিয়েছে
কীভাবে মাটির সঙ্গে কথা বলতে হয়।
নেত্রকোনা,
তুমি শুধু মানচিত্রের নাম নও,
তুমি আমার হৃদয়ের স্পন্দন,
আমার রক্তের ভেতর বয়ে চলা গান।
তোমার আকাশে তাকালে
আমি খুঁজে পাই মায়ের মুখ,
তোমার কাদামাটির গন্ধে
পাই শৈশবের লুকানো হাসি।
তুমি আমাকে টেনে রাখো,
দূরে গেলেও ফিরে আসতে হয়—
কারণ তোমার ভেতরেই আছে
আমার সমস্ত পরিচয়,
আমার সমস্ত ভালোবাসার শিকড়।
