*স্বাগতম হে মাহে রামাদান* নাসির উদ্দিন হেলাল স্বাগতম হে মাহে রামাদান তোমাতে পেয়েছি কোরআন উম্মতে মোহাম্মদী মুসলমান।। স্বাগতম হে মাহে রামাদান।। কৃচ্ছসাধনে নৈকট্য আল্লাহর সত্য সিয়ামের মাহাত্ম্য অপার। পরিশুদ্ধ হয় নড়বড়ে ঈমান, স্বাগতম হে মাহে রামাদান।। রহমত বরকত ও মাগফিরাত ঘোষণা করেছেন পাক জাত। শাহরু রামাদানের কত সম্মান, স্বগতম হে মাহে রামাদান।। পালনে এই মহিমান্বিত ত্রিশ দিন হারামের রিজিক সম্পূর্ণ অর্বাচীন। বর্ণনায় রয়েছে হাদিস ও কোরআন, স্বাগতম হে মাহে রামাদান।।
Source:
NRD NEWS
Via:
NRD TV










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited