ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদূর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ১৯৯৪ সালে ঢাবির ভুগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব হ্যল’ থেকে হিউম্যান জিওগ্রাফি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। ২০১০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি ঢাবি শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী নীলদল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited