শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সার্ক কালচারাল ফোরাম কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান কে সার্ক হিউম্যানিটি ইন্টরন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়।
১লা এপ্রিল ২০২৩ ইং (৯ রমজান), শনিবার বিকাল ৪ টায় ঢাকার বিজয়নগর হোটেল অরনেটে সার্ক হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম । অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী,বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু এমপি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ আবু তারেক ,বিটিআরসির সাবেক তথ্য সচিব ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সাউথ ইষ্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.ন.ম. মেশকাত উদ্দিন । এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত দেশবরেণ্য ব্যক্তিবর্গের মূখর উপস্থিতিতে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় অভিসিক্ত হয় এ আয়োজন। সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সার্ক হিউম্যানিটি ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড-২০২২ এ মনোনীত করায় আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কাজ হলো জ্ঞান আরোহন করা এবং আরোহিত জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। এই সম্মাননা নিঃসন্দেহে আমাকে আরো অধিক কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited