সিলেটের ফেন্সিগঞ্জ থানার গিলাছড়া মাইজগাঁও এলাকার রাক্বিবিয়্যাহ ইয়াতীমখানা ও তাহফিজুল কোরআন সেন্টার থেকে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটির নাম তোফাজ্জল হোসেন (বয়স ১৩–১৪ বছর)।
তোফাজ্জলের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফরপুর গ্রামে। তার পিতা মো. আব্দুল খুরশিদ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
যে কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান বা অবস্থান সম্পর্কে তথ্য পেলে যোগাযোগের অনুরোধ করা হয়েছে—
০১৭৮৭০৩১৭৩৭, ০১৭২০১২৬২৪০
(উভয় নম্বরে ইমো ও হোয়াটসঅ্যাপ রয়েছে)
শিশুটিকে খুঁজে পেতে সহায়তার পাশাপাশি সবাইকে তথ্যটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited