নেত্রকোনা প্রতিনিধিঃ মোঃ নূরুল হক
নেত্রকোনায় কার্তিক সংক্রান্তি উপলক্ষে আবে কাউসার দরবার শরীফ এর ৪৮ তম তরিকায়ে জলসা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ই নভেম্বর ২০২৫ নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া দুগিয়া গ্রামে আবে কাউসার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ সুফি সাজ্জাদ হোসেন সাদমানী চিশতি এর উদ্যোগে এ তরিকায়ে জলসা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশে ধর্মীয় আলোচনা ও বাউল গানের আসর উপভোগ করেন দরবারের ভক্ত অনুরাগী ও এলাকাবাসী।
তরিকায়ে জলসায় বাউল গান পরিবেশন করে ফকির আবুল সরকার, শরীয়ত সরকার সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
এসময় শাহ্ সুফি সাজ্জাদ হোসেন সাদমানী গণমাধ্যমকে বলেন আমি দীর্ঘ ৪৮ বছর যাবত সুফিবাদের দর্শনে চিশতীয়া তরিকা অনুসরণ করে আসছি।
আবে কাউসার দরবার শরীফের মাধ্যমে আমি সুফিবাদ দর্শনের চর্চা ও প্রচার করে আসছি।তারই ধারাবাহিকতায় আজকের এই ৪৮ তম তরিকায়ে জলসা অনুষ্ঠিত হচ্ছে।
আমি কার্তিক সংক্রান্তিতে তরিকায়ে জলসা উপলক্ষে সকল ভক্ত অনুরাগী ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাই।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited