মোঃ নূরুল হক
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোণা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের বড়বাজারস্থ সালতি পার্টি সেন্টার, ভূইয়া প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দলের এক সমন্বয় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকীন আলম। এ সময় কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানের নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।
সভায় নেত্রকোণার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে সংগঠনের ঐক্য, আদর্শ ও গণমানুষের কল্যাণে নিবেদিত থেকে দলকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited