নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় এনজিও কর্মী আজহারুল ইসলামের ওপর রূপসী বাংলা সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বর্বরোচিত হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার কুমড়ী বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুক্তভোগী আজহারুল ইসলাম রূপসী বাংলা সমিতির মধ্যনগর শাখায় কর্মরত ছিলেন। গত ৪ অক্টোবর সমিতির এমডি রফিকুল ইসলাম অফিসের হিসাব–নিকাশের কথা বলে আজহারুলকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে রফিকুল ইসলাম, রাকিব মিয়া, আকাশ মিয়া ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শক দেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা আজহারুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে বক্তারা রূপসী বাংলা সমিতির এমডি রাকিব, সহযোগী আকাশসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন রৌহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেহান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, আবুল কাশেম ফকির, আতাউর রহমান ফারুক, মিজানুর রহমান রুকন, আমিরুল ইসলাম ফকির, আজিজুল ইসলাম খান শিপন, সুলতান আলম, নাজমুল ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
