নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা মো. ইমন উদ্দিন। ছাত্র রাজনীতির সাফল্যের ঝুলিতে এটি তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সন্তান মো. ইমন উদ্দিন সিলেট আইন মহাবিদ্যালয় (সিলেট ল’ কলেজ) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। গত ২৮ আগস্ট জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক এম আবু ফয়েজ ও সদস্যসচিব বিল্লাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত ৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান ইমন উদ্দিন।
ইমন উদ্দিনের এ সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। ছোটবেলা থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে। তাঁর বাবা মো. মুসলিম উদ্দিনও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বড় ভাই মো. সিরাজুল ইসলাম (বাচ্চু) বর্তমানে পোগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় কারাভোগও করেছেন। অপর ভাই মো. রায়হান ইসলাম শিক্ষানবিশ আইনজীবী হিসেবে সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ইমন উদ্দিন। কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের হাত ধরে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। শিক্ষাজীবনে তিনি নেত্রকোনা ও সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সময় ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিলেন। এর ফলে অতীতে তিনি সরকারের রোষানলে পড়ে নির্যাতনের শিকার হয়েছেন।
রাজনীতি জীবনের শুরু থেকেই ব্যারিস্টার কায়সার কামালের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমন উদ্দিন সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন ভবিষ্যতে দেশ, মানুষ ও দলের জন্য আরও ভালো কিছু করতে পারেন।
