নেত্রকোনার প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ৩২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইসবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফা ও এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) ও মধ্যনগরের পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।
তাদের মধ্যে সোহেল মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদকের মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদে গতকাল শনিবার রাতে উপজেলার ইসবপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩২ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই তিনজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে অশান্তি সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকের ১৬টি মামলা রয়েছে। ইয়াবা বেচাকেনার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
