নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা ও পৌর বিএনপির নির্যাতিতদের বাদ দিয়ে অনুগতদের দিয়ে পকেট কমিটি ঘোষনা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রবিবার ২৪ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয় থেকে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীর ব্যানারে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, রোটারিয়ান এম নাজমুল হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সন্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী দলের ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে তার অনুগতদের দিয়ে কমিটি দিয়েছেন। যা উপজেলার নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে এই পকেট কমিটি প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
