রাজবাড়ী নার্সিং কলেজের এক শিক্ষার্থীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী রাজবাড়ী নার্সিং কলেজের বিএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত । অন্যদিকে অভিযুক্ত জাহিদুল রাজবাড়ী আইডিয়াল কলেজের ছাত্র বলে জানা গেছে।জাহিদুল পটুয়াখালী জেলার ঝাটিয়াবুনিয়া গ্রামের মো. মিজনুর রহমানের ছেলে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, জাহিদুলের সঙ্গে তার ছয় মাস যাবত প্রেমের সম্পর্ক। সম্পর্কের একপর্যায়ে গত ৬ মার্চ জাহিদুল তাকে রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা কবর স্থানের বাসা বাড়িতে বেড়াতে নিয়ে যান। সেখানে জাহিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন।  পরে তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে সে  তাকে নানান রকম অজুহাত দেখান। এবং বিভিন্ন রকম খুন, জখমের হুমকী ধামকী প্রদান করেন।  
এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ওই শিক্ষার্থীর মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

 
			 
			 










 সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited