দেশের কোথাও পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যায় নি। ফলে আগামী ২৪ মার্চ রোজ শুক্রবার থেকে রোজা শুরু।
আজ (বুধবার) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, “দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এজন্য বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস ও শুক্রবার শুরু হবে রমজান।”
এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে।”
এদিকে আজ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। সাধারণত প্রথমে সৌদি আরবে রোজা শুরু হয় এবং পরদিন বাংলাদেশে রমজান মাস শুরু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতের এশার নামাজের পর পবিত্র তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited