হাওরে টেকসই ডুবন্ত বাঁধ নির্মাণ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় জাইকার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনিয়র ডেপুটি ডিরেক্টর তেরিয়াকি ফুজি।
উপদেষ্টা জানান, ‘হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনার মাধ্যমে আগাম বন্যা থেকে বোরো ধানকে রক্ষা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাইকার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে।’
‘হাওর ফেজ-২’ প্রকল্পের আওতায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার ১১টি হাওরে ডুবন্ত বাঁধ নির্মাণ, খাল পুনঃখনন, রেগুলেটর স্থাপন, চাতাল ও অফিস ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হবে।
প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২,২৪৮ কোটি টাকা। এর মধ্যে ১,৬৬৪ কোটি টাকা দেবে জাইকা এবং ৫৮৪ কোটি টাকা দেবে সরকার। প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, যুগ্মসচিব দীপান্বিতা সাহা, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিন কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
