স্টাফ রিপোর্ট: যুক্তরাজ্যের চারটি সিটি কাউন্সিল নির্বাচনে এ পর্যন্ত সিলেটের বিশ্বনাথের ৫জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।তারমধ্যে বিশ্বনাথ সদর ইউনিয়নের একজন, অলংকারীর একজন, দৌলতপুরের দুজন ও দশঘরের একজন।
যুক্তরাজ্যের চেস্টার সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শিরিন আক্তার।
ওল্ডহাম সিটি কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল জব্বার ও দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আব্দুল মালিক।
নরউইচ এর নিউ কসটেসসে কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের ইফতেখার আলম মুকুল এবং কিগলী টাউন কাউন্সিলে নোউলী পার্ক ওয়ার্ড থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ
নির্বাচিত আব্দুল জব্বার, আব্দুল মালিক, ইফতেখার আলম মুকুল ও শিরিন আক্তার চার জনই যুক্তরাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী ছিলেন আর আব্দুল শহীদ ছিলেন স্বতন্ত্র।

Source:
NRD NEWS
Via:
NRD TV
 
			 
			
 










 সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited