হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অভিষেক ও এচিভমেন্ট এওয়ার্ড
অভিষেক ও মিলন মেলা জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন
গত ১৬ই সেপ্টেম্বর ২০২৫ সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অভিষেক অনুষ্ঠান ও এচিভমেন্ট এওয়ার্ড যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জবাসীর মিলন মেলার মাধ্যমে এই অনুষ্ঠান পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
মুফতি আবদুল ওয়াদুদ লতিফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ। সঞ্চালনায় ছিলেন মিনারা বেগম মেঘনা, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ ও ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউসের এমপি আফসানা বেগম।

প্রথম পর্বে স্বাগত বক্তব্য
অনুষ্ঠানের প্রথম পর্বে ৭১ সদস্য বিশিষ্ট কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি আবুল লেইছ, অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ শায়েখ মিয়া, ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কাউন্সিলর হুমায়ুন কবির, জামাল উদ্দিন মকদ্দুছ, মনচব আলী জেপি, খসরু খান, মিঠু চৌধুরীসহ আরও অনেকে।
দ্বিতীয় পর্বে এচিভমেন্ট এওয়ার্ড প্রদান
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল সুনামগঞ্জের কৃতি ব্যক্তিদের এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়।
সম্মানিত এওয়ার্ডপ্রাপ্তরা
আফসানা বেগম এমপি
সাবেক ব্রিটিশ ডিপ্লোমেট ও কেম্যান আয়ল্যান্ডের গভর্নর আনোয়ার চৌধুরী
বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমমান আলী
অধ্যাপক শাহগীর বক্ত ফারুক (কমিউনিটি এক্টিভিস্ট)
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল হাসিম
কে.সি. ফারহাজ খাঁন
মুফতি মৌলনা ইলিয়াস হোসেন
আরও অনেকে
এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর মাহফুজ ফারুক, আব্দাল উল্লাহ, বদরুল চৌধুরী, সৈয়দ শেয়খুল ইসলাম, ফয়জুর রহমান, রিতা বেগমসহ সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, শহীদ আলী, সাবেক মেয়র পারভেজ কোরেশী।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা
সবশেষে সংগঠনের চীফ এডভাইজার আলহাজ্ব আহবাব মিয়ার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
