যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা যাতে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশী এসোসিয়েশন (NEBA)। ৯ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মানচেষ্টারস্ত বাংলাদেশ হাইকমিশনে সংগঠনের উচ্চ প্রদস্ত এক প্রতিনিধি দল সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেনের সাথে মত বিনিময় এবং স্মারকলিপি প্রদান করেন। নর্থ ইংল্যান্ড বাংলাদেশী এসোশিয়েসনের পক্ষ থেকে স্বারকলিপি প্রদান করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা নোমান আহমেদ ,আবুল কাশেম খান, মাওলানা শরিফ হোসাইন, নর্থ বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক, রায়হান খান, মহসিন আহমেদ, সাংবাদিক সারওয়ার হোসাইন, শেখ আব্দুল কাইয়ুম ,আনোয়ার হোসাইন, এ কে তালুকদার, মখলিছুর রহমান, আবুল কালাম চৌধুরী, নোমান আহমেদ চৌধুরী, আব্দুর রকিব,

মোহাম্মদ আব্দুল কাদির, মাতাসিন আলী, হাবিবুর রাহমান, তোফায়েল আহমেদ, রাহিম খান, সিদ্দিকুর রহমান চৌধুরী , আব্দুর রাহমান মুসা, মুশফিক শাহজাহান চৌধুরী , শাহিদ খান , মাহমুদ হোসাইন , বুরহান উদ্দিন, ফয়ছল চৌধুরী সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের শীর্ষস্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
তাঁরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের এর নেতৃত্বাধীন তত্বাবধায়ক সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসীদের ভোটাধিকার সহজ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তিগন সহকারী হাইকমিশনের কাছে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। সহকারী হাইকমিশনার বলেন, প্রবাসীরা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেজন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নেতৃবৃন্দগন বলেন, প্রবাসীদের ভোটাধিকারে যে জটিলতা তা পিআর পদ্ধতির মাধ্যমেই সমাধান সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি ও সংস্কার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার আহবান জানান। যেন তেন কোন নির্বাচন যেন না হয় তার জন্য প্রবাসী নেতৃবৃন্দ স্বারকলিপির মাধ্যমে আহ্বান জানান।
