সিলেট প্রতিনিধি:: আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত ৮ ও ৯ নং ওয়ার্ডের সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত লন্ডনি রোড ও পাঠানটুলা এলাকার রাস্তার দুই পাশে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অবৈধ পশুর হাট বন্ধে স্মারকলিপি প্রদান করেছেন ওই এলাকার কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার(২৫জুন) দুপুরে বৃহত্তর পাঠানটুলা মোহনা সমাজ কল্যাণ সংস্থা, পল্লবী সমাজ কল্যাণ সংস্থা ও অগ্রণী তরুণ সংঘের যৌথ উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি পুলিশ কমিশনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, বেশ কয়েক বছর থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির কিছু লোকের পৃষ্ঠপোষকতায় অবৈধ অস্থায়ী পশুর হাট বসানো হয়। এইসব অবৈধ পশুর হাটের চাঁদার ভাগ ভাটোয়ারা নিয়ে বিভিন্ন গ্রুপ ও উপ গ্রুপের মধ্যে মারামারি হানাহানি সংঘর্ষের ঘটন ঘটে। এতে এলাকায় শান্তিপ্রিয় নাগরিকবৃন্দ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন ও জনমনে আতঙ্ক বিরাজ করে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মো.আব্দুর রাজ্জাক রাজা, মো.দারা মিয়াসহ অত্র এলাকার মুরুব্বী ও যুব সমাজের নেতৃবৃন্দরা।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited