গত বছর জানুয়ারিতে এভারটনের কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন রাফা বেনিতেজ। এরপর থেকে আর কোনো দলের সঙ্গেই যুক্ত ছিলেন না তিনি। বিরতি ভেঙে ফের কোচিংয়ে ফিরতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ।
লা লিগার দল সেল্তা ভিগোর কোচ হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও চেলসির ডাগআউট সামলানো বেনিতেজ। ৩ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
৬৩ বছর বয়সী বেনিতেজ ২০০৫ সালে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতান। ২০০৪ সালে ভ্যালেন্সিয়াকে উয়েফা কাপ এবং ২০১৩ সালে চেলসিকে জেতান ইউরোপা লিগের শিরোপা।
বেনিতেজ স্পেনে সবশেষ কাজ করেছেন ২০১৫-১৬ মৌসুমে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তবে ৬ মাসের মাথায় চাকরি হারাতে হয়েছিল। পরে তার জায়গায় দায়িত্ব পান জিনেদিন জিদান।
সদ্য শেষ হওয়া মৌসুমে কোনো মতে অবনমন এড়িয়েছিল সেল্তা। তবে আগামী মৌসুমে ক্লাবটি ১০০ বছর পূর্ণ করবে। আর এ উপলক্ষে নতুন উদ্যমে মাঠ ঝাঁপাতে চাচ্ছে তারা। এর অংশ হিসেবে ডাগআউটে নিশ্চিত করলো বেনিতেজকে।