আঃ রকিব খান: ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের একটি ছোট্র গ্রাম মশাদিয়া। এই গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে একটি শব্দকর গোষ্ঠী। উক্ত শব্দকর গোষ্ঠী অতি দরিদ্রতার সাথে অতি কষ্টে মানবেতর জীবন ধারণ করে আসছেন। তাদের জীবনের দুঃখ কষ্টের শেষ নেই। আধুনিক যুগে গ্রাম অঞ্চলে নানারকম উন্নয়ন ঘটলেও মশাদিয়া গ্রামের শব্দকর গোষ্ঠীর কোনো উন্নয়ন ঘটেনি। যোগাযোগের ক্ষেত্রে তাদের অবনতির শেষ নেই। তাদের চলাচলের জন্য কোনো রাস্তাঘাট না থাকায় তাদের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে৷
বর্ষাকালে তাদের চরম দুঃখ কষ্ট বেড়ে যায়। বর্ষার পানি এসে তাদেরকে চারদিকে ঘিরে ফেলে। তখন তারা গৃহবন্দী হয়ে যায়। কর্মহীন অবস্থায় এ সময় তারা অর্ধহারে অনাহারে থাকতে হয়। তাদের নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা। নদীর পানি পান করে তাদের জীবন কাটছেন। অনেক সময় নানারকম পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে থাকেন। জনপ্রতিনিধিরা তাদেরকে বার-বার উন্নয়নের আশ্বাস দিলেও আজ পর্যন্ত কেহ তাদের দিকে এগিয়ে আসেন নি। শব্দকর এই অসহায় মানবগোষ্ঠীর ধারণা সঠিকভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়ালে তাদের জীবন হয়ে উঠবে অনাবিল আনন্দ ও শান্তির।