ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে আলোচনার বড় অংশ জুড়ে আছেন বিরেন্দর শেবাগ।
সাবেক এই ওপেনার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে ভারতের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে আলোচনা রয়েছে। তবে ৪৪ বছর বয়সী ক্রিকেটার এমন খবরকে উড়িয়ে দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে, শেবাগকে এ নিয়ে প্রশ্ন করা হয়ে তিনি সরাসরি ‘না’ উত্তর দিয়েছেন।
স্টিং অপারেশন কেলেঙ্কারির পর গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধান নির্বাচক পদ থেকে সরে যেতে হয় চেতন শর্মাকে। সেই স্টিং অপারেশনে ভারতের জাতীয় দল ও খেলোয়াড়দের নিয়ে একের পর এক গোপন তথ্য ফাঁস করে দিতে শোনা গিয়েছিল তাকে।
সেই সময় থেকে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাজ করছেন শিব সুন্দর দাস। বৃহস্পতিবার নির্বাচক পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। নির্বাচিত প্রার্থীকে নতুন প্রধান নির্বাচক করা হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর।
ভারতের নির্বাচক পদে আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত ৭টি টেস্ট, অথবা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ, অথবা ১০টি ওয়ানডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ৫ বছর আগে ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড় হতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
শেবাগ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৩ সালে। ১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited