বিনোদন ডেস্ক:: প্রাণনাশের হুমকি পেয়ে আইনি পদক্ষেপ নিলেন ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং।হুমকি পাওয়ার পর বুধবার (২১ জুন) দিল্লিতে কানাডীয় গ্যাংসার গোল্ডি ব্রারের নামে পুলিশের অভিযোগ দায়ের করেছেন হানি সিং।
জানা গেছে, হানি সিং নিজেই দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন। ভয়েস মেসেজের মাধ্যমে হানি সিংকে মৃত্যুর হুমকি দেওয়া হয়।
২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মনে করা হয় গোল্ডি ব্রারকে। চলতি বছরের মে মাসে কানাডিয়ান সরকারও মোস্ট ওয়ান্টেড ২৫ অপরাধীর তালিকায় গোল্ডি ব্রারকে রাখে।
সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর অনেক ভারতীয় গায়কই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন। এবার মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানালেন হানি সিং।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited