মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’ । শেষ মুহূর্তের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এমনটাই জানান তিনি। এও জানান, সদ্য শেষ করেছেন তার ‘অ্যানিমেল’-এর শুটিং।
পোস্টে ভারতের এ জাতীয় ক্রাশ লিখেন, ‘গত রাতে শুট করেছি। আর “র্যাপআপ” করেছি। এখন আমি হায়দরাবাদে। ‘পুষ্পা টু’ ছবির শুটিং শুরু করব।’
কাজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেন, ‘কিছু কথা ভাগ করে নিতে চাই, জানাতে চাই ‘অ্যানিমেল’-এর সেটে কাজ করে কতটা মজা পাওয়া গেছে। ছবিটা আমার কাছে অপ্রত্যাশিতভাবে এসেছিল। আমার জন্য এটা অনেক বড় চমক ছিল। ছবিটিকে ঘিরে আমি অত্যন্ত রোমাঞ্চিত ছিলাম। কারণ, ‘অ্যানিমেল’-এর দলের সঙ্গে আমি কাজ করতে চেয়েছিলাম। আর এরা প্রত্যেকে “ডার্লিং”।
তিনি আরও লিখেন, ‘যাদের সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকে দারুণ পেশাদার আর কোমল হৃদয়ের মানুষ। তাদের বলেছি যে আরও এক হাজার বার আমি তাদের সঙ্গে কাজ করতে পারব। তারপরও আমি খুশি থাকব। এ ছবির জন্য সব মিলিয়ে ৫০ দিনের মতো শুটিং করেছি। এ ছবির শুটিং শেষ হওয়ার পর অদ্ভুত এক শূন্যতা অনুভব করছি।’
রাশমিকা ‘অ্যানিমেল’ ছবিতে তার পারফরম্যান্স সম্পূর্ণ হওয়ার কৃতিত্ব দিতে চান অভিনেতা রণবীর কাপুরকে। এই অভিনেত্রী বলেছেন, ‘রণবীর কাপুরের কারণে আমার অভিনয় আর পারফরম্যান্স যেন আরও প্রস্ফুটিত হয়েছে। ছবিতে আমার অভিনয় যদি কারও ভালো লাগে, তার কৃতিত্ব রণবীরের। আর তিনি “রণবীর কাপুর” বলেই এটা সম্ভব হয়েছে। তিনি তুখোড় অভিনেতা, দারুণ মানুষ। আমার তাকে দারুণ লেগেছে। আমার মনে হয়, ঈশ্বর তকে নিখুঁত করে গড়ার জন্য পর্যাপ্ত সময় নিয়েছেন। তবে শুরুতে আমি বেশ নার্ভাস ছিলাম।’
রণবীর কাপুর আর রাশমিকা মান্দানা জুটি দেখার অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। ‘অ্যানিমেল’ ছবিতে প্রথম তারা জুটি বেঁধে আসবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটিতে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি আর অমৃতা পুরী। ‘অ্যানিমেল’ প্যান ইন্ডিয়া স্তরে ১১ আগস্ট মুক্তি পাবে।