সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সেই সঙ্গে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে নিজের এজেন্ট বের করে দেওয়া ও প্রশাসনের একতরফা পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন নজরুল ইসলাম বাবুল। তার দাবি, সবই কমিশনের সাজানো নাটক।
এর আগে সকালে নিজের ভোট প্রদান শেষে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে এমন অভিযোগ আনলেও নির্দিষ্ট করে বলতে পারেননি কোন কোন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরের আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এই অভিযোগ করেন তিনি।
বুধবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল জানার পরপরই জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।
বিজ্ঞপ্তিতে আব্দুস শহীদ লস্কর বশির বলেন, নজরুল ইসলাম বাবুল অসুস্থ হয়ে পড়েছেন। তা না হলে এখন তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিতেন। তবে আমরা শিগগিরই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো, যেসব জায়গায় অভিযোগ দাখিল করতে হয় সেসব জায়গায় করবো।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited