দিনের পর দিন এক এক করে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনের নাগরিকরা। এ বছরের প্রথম থেকে ৭৭ দিনে মোট ৮৪ ফিলিস্তিনি নিহতের ঘটনা গঠেছে। (আল জাজিরা) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম থেকে এ তথ্য জানা যায়। ওমর জামিল খাসিব (২৩) নামে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী তার উপর গুলি চালালে খাসিব নিহত হন শুক্রবার (১৭ মার্চ) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে এল-বিরেহ শহরের উত্তর দিকের প্রবেশপথে।
ইসরায়েল সেনাবাহিনী বলেছে তাদের কাছে তরুণটিকে সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিলো। জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited