যাত্রী সেবার জন্য সিলেটে উবার চালু করেছে তাদের নতুন সার্ভিস অন-ডিম্যান্ড রেন্টাল। বৃহস্পতিবার এই সার্ভিস চালু করেছে রাইড শেয়ারিং এপস Uber.
যাত্রীরা এখন তাদের ইচ্ছা মতো রাইড শেয়ার নিতে পারবেন। যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্যমানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের বিভিন্ন ঘন্টা প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন।
অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজের জন্য বার বার রাইড বুক করতে হয়, কিন্তু এখন থেকে আর এটি করতে হবে না একটি রাইড বুক করেই আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো। উবার প্রধান বলেন সিলেটের গ্রাহকদের জন্য আমরা এইরকম সার্ভিস দিতে পেরে আনন্দিত। আমরা ভবিষ্যতে আরো নতুন নতুন সার্ভিস নিয়ে আসার চেষ্টা করবো।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited