ইউরোপা লিগের ফাইনালে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে শাস্তি পেলেন ইতালিয়ান ক্লাব রোমা কোচ হোসে মরিনহো। তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা।
ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় রোমার। হারের পর রেফারির ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে মরিনহোকে।
ফাইনালে রেফারির দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের অ্যান্থনি টেইলর। যিনি ১৩টি কার্ড দেখিয়েছেন। টেলরের দেখানো কার্ডের ৭টিই গেছে রোমার ফুটবলারদের দিকে। বারবার ফাউলের কারণে বন্ধ হয়ে যাওয়া ম্যাচে সব মিলিয়ে খেলা হয় অতিরিক্ত ২৫ মিনিট।
আর তাই ম্যাচ শেষে ধৈর্য্যের সমস্ত বাধ ভেঙে গিয়েছিল রোমা কোচের। ম্যাচ শেষেই স্টেডিয়ামের পার্কিং লটে টেলরের ওপর চড়াও হয়ে উচ্চবাচ্য করছিলেন তিনি। পাশাপাশি ইংলিশ টেলরকে ‘স্প্যানিশ দালাল’ উল্লেখ করে মরিনহো দাবি করেন, তিনি খেলার মর্যাদাহানি করেছেন।