শাল্লা প্রতিনিধি:: সুনামগঞ্জে ঢলের পানির স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন। ঘটনাটি সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের পানির স্রোতে তারা ভেসে যান। এখনও তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

Source:
NRD NEWS
Via:
NRD TV