বিশ্বনাথ প্রতিনিধি:: শিশুর জন্মের মধ্যে দিয়ে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন থিয়েটার। রোববার (১৮জুন) প্রথমদিন বিকেলে সিজারিয়ান অপারেশনেই খাজাঞ্চী ইউনিয়নের ফয়সল আহমদ ও ফাতেমা বেগম দম্পতির এক কন্যা শিশুর জন্ম হয়।
এরই মধ্যদিয়ে বিশ্বনাথে এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনেরও উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. শরীফুল হাসান।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বাস্থ্যসেবার মান অনেকদূর এগিয়ে গেছে। এরই ধারবাহিকতায় বিশ্বনাথের স্বাস্থ্যসেবার মানও বহুদূর এগিয়েগেছে। এখন থেকে সহজেই বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারসহ উন্নতমানের প্রসূতি সেবা পাবেন এখানকার রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেন, ডা. ডা. দেলোয়ার হোসেন সুমন যোগদানের পর থেকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান যেমন বেড়েছে তেমনি এ উপজেলায় স্বাস্থ্য সেবার মানও অনেকগুণ বেড়েগেছে। এর ধারাবাহিকতা বজায় রাখা হলে বিশ্বনাথের স্বাস্থ্য সেবার মান সিলেট বিভাগের মধ্যে প্রথম হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. রাজিব বৈঞবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোগ নিয়ন্ত্রণ সিলেটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
অনুষ্ঠানে খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডা. অর্পিতা ভট্রাচার্য্য, এনেস্থেসিয়া ডা. তপজিত ভট্রাচার্য্যসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।