ঢালিউড কিং খ্যাত শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তুলেছেন এক প্রযোজক। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রহমত উল্ল্যাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।।
যোগাযোগ করা হলে সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ তো যে কেউ করতে পারেন। আগে আমরা দেখব বিষয়টি কী। যেহেতু শাকিব খান আমাদের সমিতির সদস্য, কাজেই তাঁর বক্তব্য আমরা সবার আগে শুনব। তারপর অভিযোগকারীর সঙ্গে কথা বলব। অভিযোগের ব্যাপারে তদন্ত করে স্পষ্ট হয়ে তবেই আমরা সিদ্ধান্ত নেব, কী করা যায়। তবে এর সবই আমাদের সভাপতি ইলিয়াস কাঞ্চন দেশে আসার পর। তিনি বর্তমানে দেশের বাইরে।’
 
			 
			
 










 সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited