বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো নিজ দেশ দক্ষিণ আফ্রিকার একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন। আগামী তিন বছর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের প্রধান কোচের ভূমিকায় থাকবেন তিনি। ক্লাবটি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও সীমিত ওভার ক্রিকেটে অংশ নিয়ে থাকে।
এদিকে বাংলাদেশের আরেক সাবেক কোচ ডেভ হোয়াটমোরও নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। শ্রীলঙ্কান বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্স দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন। আগামী মাসে শুরু হতে যাওয়া আসরে আইকন ক্রিকেটার হিসেবে যে দলে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুতে যিনি হোয়াটমোরকে পেয়েছেন কোচ হিসেবে।
১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো হোয়াটমোর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার সময়েই বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের অভ্যাস গড়তে শুরু করে। পরে তিনি বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগের দল ছাড়াও পাকিস্তান, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও নেপাল দলের প্রধান কোচ ছিলেন।
অন্য দিকে রাসেল ডমিঙ্গো ২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব নেন। গত বছর ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। যদিও চুক্তি ছিল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ডমিঙ্গো কিছুদিন খণ্ডকালীন কোচ হিসেবে নেদারল্যান্ডসে কাজ করেছেন।