যেকোনো কিছু নিয়ে টুইট করাটা প্রায় অভ্যাসের পর্যায়ে নিয়ে গেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সেই টুইট যে সব সময় নিরীহ, তা বলা যায় না। নিজের মত প্রকাশ করতে গিয়ে অনেক সময় অন্যদের খোঁচা দিয়ে ফেলেন সাবেক এই ওপেনার। তবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড টি–টোয়েন্টি সিরিজে হেরে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে নীরবতা পালন করে আসছিলেন ভন। শেষ পর্যন্ত পারেননি। টুইটারে অনুসারীর চাপে মন্তব্য করে তাঁর মধ্যেই ভারতকে খোঁচা দিয়েছেন।
গত মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন একটা দলের বাংলাদেশের কাছে পরাজয় স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের অবাক করেছে।পরাজয় নিশ্চিত হওয়ার পরই টুইটারে খোঁচাখুঁচি আর ট্রল করে আলোচিত ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর ভনকে ট্যাগ করে লেখেন, ‘অনেক দিন দেখা হয় না’। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের উড়ে যাওয়া নিয়ে ভনকে উত্ত্যক্ত করতেই মূলত পোস্ট দেওয়া।
জাফরের সেই টুইটের নিচে প্রচুর মন্তব্য এসেছিল। কিন্তু ভন ইংল্যান্ডের পরাজয় হওয়া নিয়ে টুইটে আওয়াজ দিয়েছেন এক দিন পর। এক মন্তব্যকারীর মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।
বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড । বিশ্বকাপ জেতার ব্যাপারে তারা এখনো খুব ভালো অবস্থানে আছে। এটা ভালো ব্যাপার। ভারতের উচিত ইংল্যান্ডকে অনুসরণ করা।’
ভন এই টুইট দিয়ে সাম্প্রতিক বছরগুলোয় ভারতের বিশ্বকাপ জিততে না পারার বেদনায় আঘাত করেছেন। ২০১১ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর আইসিসির টুর্নামেন্টগুলোতে খরা চলছে ভারতের। এরপর ফেবারিট থাকা সত্ত্বেও ২০১২, ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত। জিততে পারেনি ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।










সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited