স্টাফ রিপোর্ট:: সিলেটকে নিয়ে এখনো আতঙ্ক কাটছে না তরুণ গায়ক তাশরীফ খানের।বারবার মনে তা তারিয়ে বেড়াচ্ছে।
বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে তাশরীফ খানের ভেরিফাইডকৃত ফেসবুক পেজ একটি স্ট্যাটাস দিয়ে এই আতঙ্কের কথা জানিয়েছেন তিনি।
পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-আবার সিলেট! বাস্তব অনেক সময় গল্পের চেয়েও অদ্ভুত হয়ে যায়। গত বছরের ঠিক একই দিনে সিলেটে এসেছিলাম। সেবারও আসার আগে সিঙ্গাপুরে কনসার্ট ছিল এবং এবারও একই।সেবার কনসার্ট এর টাকা উঠিয়ে রেখেছিলাম সিলেটের মানুষের সাহায্যের জন্য যা এবারও হলো।গতবারও এখানে এসেই বৃষ্টি পেয়েছিলাম এবং এবারও পেলাম।এত সব মিলে যাওয়ার মাঝে মনে শুধু একটাই বড় আতঙ্ক কাজ করছে বারবার। হ্যাঁ ঠিক ধরেছেন, সেই বন্যার আতঙ্ক।।
আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করছি এই বন্যা টা যেন মিলে না যায়। তবুও সিলেট বাসীর উদ্দ্যেশে বলি, আপনারা দয়াকরে এইবার সতর্ক থাকবেন।ঘরে শুকনা খাবার এবং পানি রাখবেন পর্যাপ্ত পরিমাণে। আল্লাহ না করুক যদি বিপদ চলেই আসে তবে ঘাবড়ে যাবেন না।আমি, আমরা সবাই আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য-গত বছরের জুন মাসে ভয়াবহ বন্যায় ভাসছিল দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল।লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছিলেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছিলো না প্রশাসন।
এ অবস্থায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ছিলেন তরুণ গায়ক তাশরীফ খান ও তার ব্যান্ড ‘কুঁড়েঘর’।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited