মেয়েদের প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। যে লড়াইয়ে জিতে শিরোপার আনন্দে মাতল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন রূপালী ব্যাংক।
সাভারের বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে মঙ্গলবার ৫৩ রানের জয় তুলে নিয়েছে রূপালী ব্যাংক। ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ৪৪.২ ওভারে গুটিয়ে যায় ১৪৩ রানে। যদিও একটা সময় পর্যন্ত জয়ের পথেই ছিল দলটি। ৫ উইকেটে তুলে ফেলেছিল ১২৩ রান। কিন্তু ২০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় গতবারের চ্যাম্পিয়নরা।
৯ দলের লিগে ৮ ম্যাচে ৬ জয়ে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো রূপালী ব্যাংক। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ মোহামেডান।
এ ম্যাচে নামার আগে মোহামেডানের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ছিল রূপালী ব্যাংকই। সেই ব্যবধান ঘুচিয়ে শিরোপার দেখা পেলে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের হয়ে এদিন আয়েশা রহমান বাদে কেউই জ্বলে উঠতে পারেননি। আয়েশা ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে এসেছে জাসিয়া আক্তার ও অধিনায়ক সালমা খাতুনের ব্যাট থেকে। বাকিদের মধ্যে তিন অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল সানজিদা ইসলাম (১৪)।
রূপালী ব্যাংকের পক্ষে ৮ ওভারে ৩৪ রান খরচায় সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন রিতু মনি। দিপা খাতুন ৩.২ ওভারে ৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা রূপালী ব্যাংক ৪৮.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি গড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন মুক্তা রবীন্দ্র। ৯০ বলে ৬ চারে নিজের ইনিংস সাজান তিনি।
এ ছাড়া তাজিয়া আক্তার ৪৩ বলে ৩৬ ও ফারহানা আক্তারের ৫৮ বলে ৩৫ রান করেন। মোহামেডানের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন খাদিজা তুল কুবরা। ৩ উইকেট নিয়েছেন সালমা খাতুন।
লিগের শেষ দিনে হয়েছে আরও তিন ম্যাচ। কলাবাগান ক্রীড়াচক্রকে ৯৪ রানে হারিয়েছে বিকেএসপি। তবে হারলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করেছে কলাবাগান। ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে বিকেএসপি।
গুলশান ইয়্যুথকে ৮ উইকেটে হারানো আবাহনী ৯ পয়েন্ট নিয়ে হয়েছে পঞ্চম। বাজে আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে সিটি ক্লাব ও খেলাঘরের মধ্যকার ম্যাচ। খেলাঘর ১০ পয়েন্ট নিয়ে হয়েছে চতুর্থ।