ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি ও রবি শাস্ত্রীর মধ্যে শীতল সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে নানা সময়ে। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই দুজনকে দেখা গেছে পাশাপাশি বসে ধারাভাষ্য দিতে। একটা জায়গায় দুজন বেশ একমতও ছিলেন। তা হলো- ভারতীয় ক্রিকেট এখন ঠিক জায়গায় নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারা রোহিত শর্মাদের রীতিমতো ধুয়ে দিয়েছেন সৌরভ ও শাস্ত্রী।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনালে রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানে হারে ভারত। প্রথম ইনিংসের ব্যাটিংয়েই ভারত এই ম্যাচ থেকে পিছিয়ে পড়ে অনেকটা। সেই সময় থেকেই রোহিতদের সমালোচনা চলছিল। সৌরভ-শাস্ত্রীরাও ছিলেন ওই দলে। পরে তো ম্যাচটাই হারল ভারত।
২০১৩ সালের পর থেকে ভারত কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। কেন পারেনি, সৌরভ এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। ওভালে ফাইনাল ম্যাচটি চলাকালে ধারাভাষ্যের এক পর্যায়ে বলেন, ‘২০১৩ সাল পর্যন্ত ধোনির নেতৃত্বে আমরা খুবই শৃঙ্খলাবদ্ধ দল ছিলাম। হঠাৎ একজন কোচ বা ম্যানেজার অন্তর্ভুক্ত হলো এবং ভারতীয় ক্রিকেটে পার্টি সংস্কৃতি শুরু হলো। এরপর আর আইসিসি ট্রফি পাওয়া হয়নি।’
আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। এই আসরে ভারতকে নিয়ে বড় প্রত্যাশা নেই রবি শাস্ত্রীর। রোহিত শর্মার অধিনায়কত্বের দিকে আঙুল তুলে তিনি বলছেন, ‘সাধারণ মানুষের একটা ভুল ধারণা যে রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি ট্রফি জিতবে ভারত। আমি তার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও দেখি না।’
উল্লেখ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ কিছুদিন আগ পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন। আর শাস্ত্রী ছিলেন ভারতীয় দলের কোচ।