বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী আব্দুল মালিক হান্নানের সমর্থনে ওয়ার্ড বাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮জুন) রাতে ২নং ওয়ার্ডের তাজমহরম গ্রামস্থ হাজী আব্দুল কুদ্দুছের আলীর বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়।
গ্রামের মুরব্বী হাজী অলির রহমান ধন মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মাসুক মিয়া, শেখ জুনেদ মিয়া, তারিছ আলী, আব্দুর রহিম, সাদেক হোসেন, শেখ নুনু মিয়া, হাবিবুর রহমান, সংগঠক গোলাম মর্তুজা শিপন, নিমার আলী।
এসময় বক্তরা বলেন, আগে বড় ওয়ার্ড ছিল।নতুন করে ওয়ার্ড গঠনের পর তিনটি গ্রামে একটি ওয়ার্ড করা হয়েছে।তাই আমাদের উচিত এলাকার উন্নয়নের স্বার্থে সবাই একমত হয়ে মেম্বার প্রার্থী হান্নানের জন্য কাজ করা।
দোয়া ও সমর্থন কামনা করে মেম্বার প্রার্থী হাজী আব্দুল মালিক হান্নানে বলেন, আমি আপনাদেরই সন্তান।ওয়ার্ডবাসীর মতামতের ভিত্তিতে আমি প্রার্থী হয়েছি।নির্বাচনে সবাই আমাকে সহযোগিতা করবেন।এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, হাজী আব্দুল কুদ্দুছ, জুনুর মিয়া, হাজী আব্দুল আহাদ, ইউসুফ আলী, আব্দুর নূর, ফজর আলী, শহীদ আলী, আনোয়ার মিয়া, রহমত আলী, আব্দুল জলিল, হিরণ মিয়া, শফিক মিয়া, ওয়াহিদ আলী, বিল্লাল মিয়া, আনছার আলী, আবু শহিদ, আব্দুল মন্নান, ছাদিক আলী, জমির আহমদ, আমিনুল ইসলাম, এনাম তালুকদার, নছির আলী, রশিদ আলী, আবু তাহের, আব্দুল আলিম, ফয়েজ আলী, আফজাল হোসেন, শাহীন আহমদ, রাসেল আহমদ, রেজু, শাহ শানুর, আব্দুর রহিম, আহাদ প্রমুখ।