সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের ৩ শ্রমিক নিহত হয়েছেন।
নিহতের খবরে এলাকাসহ ওই শ্রমিকদের পরিবারে বইছে শোকের মাতম।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরা নিহত হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো।
নিহতরা হলেন-শান্তিগঞ্জ উপজেলার বামনগাঁও গ্রামের মৃত ওয়াহাব আলীর পুত্র শাহিন মিয়া(৪০), শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র দুলাল মিয়া (২৫) এবং একই ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত আমানুল্লার পুত্র আউলাদ হোসেন(৫০)।
জানা যায়, নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওই তিনজন।কাজের সন্ধানে বিভিন্ন স্থানে যাওয়া আসা তাদের। গতকাল রাতেও পরিবার পরিজনের সাথে কথা হয়েছে। এরপর সকালে ঘুম ভাঙ্গতেই শুনেন দুঃসংবাদ। খবর শুনার সাথে সাথেই সিলেটে ছুটে যান আত্নীয় স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় প্রতিটি পরিবার।মা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কান্নায় আকাশ ভারি।
বিকালে লাশবাহী এম্বুলেন্স এলাকায় ডুকার সাথে সাথেই কান্নার রুল পড়ে। লাশ দেখতে চারদিক থেকে ছুটে আসেন মানুষ। সন্ধ্যায় জানাযা শেষে নিজ নিজ এলাকায় দাফন করা হয় তাদের।
থলেরবন্দ গ্রামের নিহত আউলাদ হোসেনের ভাতিজা দুলাল মিয়া বলেন, চাচা সহজসরল মানুষ ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তাঁর ৪ মেয়ে ও এক ছেলে। তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি এখন অসহায়।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, খবরটি পেয়ে স্তব্ধ হয়ে গেছি। আমরা শোকাহত। নিহতের পরিবারে খোঁজ নিচ্ছি। তাদের সহযোগিতা করা হবে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, নিহতের পরিবারে খোঁজখবর নিয়েছি। তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে। তাদের মৃত্যুতে প্রশাসনের পক্ষথেকেও আমরা শোক প্রকাশ করছি।