সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান দাবি করেন, তার ইনবক্স ভর্তি মেয়েদের ‘লাভ ইউ’ মেসেজ।
তিনি বলেন, আমাকে কোনো মেয়ে ভালোবাসার কথা বললে আমি তাকে খুশি হয়ে লাভ রিয়েক্ট দেই। রিপ্লাই দেই, নইলে সে মনঃক্ষুণ্ণ হবে। আমার ইনবক্স ভর্তি লাভ ইউ টেক্সট। আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। সারাদিন আপনার মাথা ঘুরতে থাকবে যে কী হয় আমার ম্যাসেঞ্জার বক্সে।
‘একজন শিল্পী হিসেবে আমাকে মেয়েরা পছন্দ করতেই পারে। আমি মনে করি আমার ব্যক্তিত্ব এবং চলাফেরা দেখেও তারা পছন্দ করতে পারে। আমি মেয়েদের চেয়ে সালমান খানকে পছন্দ করি। এমনকি কোনো মেয়ে আর্টিস্টের চেয়ে সালমান খানকে পছন্দ করি। এটা আমার মনের ফিলিংস!’-যোগ করেন জায়েদ।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited